১২০০ টাকার মধ্যে বাটন মোবাইল | Button mobile price in Bangladesh

 ১২০০ টাকার মধ্যে বাটন মোবাইল - বর্তমানে অ্যান্ড্রোয়েডফোন বলা চলে প্রায় সবার হাতেই রয়েছে কিন্তু এরপরও বাটন মোবাইলের চাহিদা থেকেই যাচ্ছে । আজকে কথা বলব  ১২০০ টাকার মধ্যে বাটন মোবাইল  ফোন নিয়ে । বাটন মোবাইল ফোনের এখন জনপ্রিয়তার থাকার কারণ হচ্ছে এটি খুব সহজেই বহন করা যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বারোশো টাকার ভিতরে ভালো কয়েকটি মোবাইল ফোন নিয়ে।

আমাদের গুগল নিউজ ফলো করুন - গুগল নিউজ

 

১২০০ টাকার মধ্যে বাটন মোবাইল | Button mobile price in Bangladesh

 

Symphony BL99 ১২০০ টাকার মধ্যে বাটন মোবাইল

প্রথমে যে মোবাইল ফোনটি রেখেছি সেটি হলো Symphony BL99। আমরা প্রায় সবাই জানি যে বর্তমানে সিম্ফোনি বাংলাদেশের জনপ্রিয় একটি মোবাইল ব্র্যান্ড কোম্পানি। আর সিম্ফোনি মোবাইল ফোনগুলো মূলত  অনেক ভালো হয়ে থাকে। বিশেষ করে ব্যাটারির ক্ষমতা এবং আপনার মাল্টিমিডিয়ার ক্ষেত্রেও বেশ ভালো কাজ করে। আপনার বাজেট যদি ১২০০ টাকার ভিতর হয়ে থাকে তাহলে আপনি এই ফোনটি অবশ্যই দেখতে পারেন। কারণ আছে Symphony কোম্পানি একটি বিশ্বস্ত কোম্পানি।
 
Symphony BL99 মোবাইল ফোনটির সংক্ষিপ্ত বিবরণ আমি নিচে দিয়ে দিচ্ছি।
 
 দাম : ১১৫০ টাকা মাত্র

ভেরিয়েন্ট: অফিসিয়াল 1,150

ব্র্যান্ড: সিম্ফনি

বিভাগ: ফিচার ফোন
 
  প্রদর্শন: 1.77" 160x160 পিক্সেল

  ক্যামেরা: 0.08MP

  RAM: না
 
   ব্যাটারি: 1700mAh লি-আয়ন
 
    মুক্তি: 2021, আগস্ট
 

  Symphony B69 ১২০০ টাকার মধ্যে বাটন মোবাইল

  Symphony B69 মোবাইল ফোনটির ব্যাটারি ব্যাকআপ ক্ষমতা ভালই পাবেন। এছাড়া  আপনি কথা স্পষ্ট ভাবে শুনতে পাবেন ।  আপনি যদি মাল্টিমিডিয়া ব্যবহার করবেন সে ক্ষেত্রে একেবারে খারাপ না , নীচে আমি এই ফোনটির সংক্ষিপ্ত কিছু বিবরণ এবং দাম তুলে ধরছি।
 
দাম: ১,০৯৯ টাকা মাত্র

ব্র্যান্ড: সিম্ফনি

     মুক্তি: 2021, জুলাই

     সিস্টেম: ফিচার ফোন

     প্রদর্শন: 1.77" 128x160 পিক্সেল

     ক্যামেরা: 0.08MP

     RAM: না

     ব্যাটারি: 1000mAh লি-আয়ন
 

 

 Symphony D78 Button mobile price in Bangladesh

এরপরে সিম্ফনির যে ফোনটি রয়েছে a50 12 হাজারে পাবেন না একটু বেশি লাগবে তারপরও আপনি এই ফোনটি নিতে পারেন কেননা এই ফোনের ব্যাটারি চার্জ ক্ষমতা উপরের দুটি ফোনের থেকে বেশি এবং অন্যান্য সুবিধা গুলি রয়েছে কথা বলা মাল্টিমিডিয়া চালানো ক্যামেরাও আপনার উপরের দুটি ফোনের থেকে এই ফোনটার ক্যামেরা ভালো

দাম: ১,২৯৯ টাকা মাত্র
 
বিভাগ: ফিচার ফোন
 
ব্র্যান্ড: সিম্ফনি

     মুক্তি: 2021, আগস্ট

     সিস্টেম: ফিচার ফোন

     প্রদর্শন: 2.4" 240x320 পিক্সেল

     ক্যামেরা: 0.08MP

     RAM: না

     ব্যাটারি: 1000mAh লি-আয়ন


iTel IT6320 Button mobile price in Bangladesh  ১২০০ টাকার মধ্যে বাটন মোবাইল

 আইটেল মোবাইল গুলো বর্তমানে বাংলাদেশের ভালো অবস্থানে রয়েছে।  তাদের প্রোডাক্ট মানগত অবস্থা অনেক ভালো । আপনি চাইলে আপনার এই ১২০০ টাকার বাজেটের ভিতর iTel IT6320 ফোনটা নিতে পারেন । নিচে আমি ফোনের সংক্ষিপ্ত কিছু বিবরণ তুলে ধরছি ।

দাম: ১,৪৯০ টাকা মাত্র


 
মুক্তি:

     আগস্ট 2019

  
     প্রদর্শন
 
240 x 320p

     রিয়ার ক্যামেরা

     1.3 এমপি

     র্যাম

     8MB

     স্টোরেজ

     8MB

     ব্যাটারি
     Li-Ion 1900mAh


iTel Power 100  ১২০০ টাকার মধ্যে বাটন মোবাইল - Button mobile price in Bangladesh

 এরপরের অবস্থানে আমি যে ফোনটা তুলে ধরেছি  iTel Power 100 চাইলে আপনি এই ফোনটা নিতে পারেন । আপনার বাজেটের ভিতর ফোনটা রয়েছে। এই ফোনটার সংক্ষিপ্ত কিছু বিবরণ আমি নিচে তুলে ধরছি।
 
দাম: ১,২৫০ টাকা মাত্র
মুক্তি:
     ডিসেম্বর 2019
  
     প্রদর্শন
128 x 160p
 
     রিয়ার ক্যামেরা
     1.3 এমপি
   
     র্যাম
     4MB
 
     স্টোরেজ
     4MB
 
     ব্যাটারি
     লি-আয়ন 2500mAh
 
 

 iTel IT2590  ১২০০ টাকার মধ্যে বাটন মোবাইল | Button mobile price in Bangladesh

 এখন আমি যে মোবাইল ফোনটি নিয়ে কথা বলব সেটি হলো  iTel IT2590  । এই ফোনটি আপনার বাজেটের ভিতর রয়েছে । আপনি চাইলে নিতে পারেন। আর বাটন মোবাইল ফোনগুলোর মূলত আপনার বেশিরভাগই ভালো হয়ে থাকে। মাঝে মধ্যে সামান্য কিছু সমস্যা দেখা যায়  সেটি তুলনামূলক খুবই কম । এই মোবাইল ফোনটির সংক্ষিপ্ত বিবরণ আমি নিচে দিয়ে দিচ্ছি।
 
দাম: ১,১০০ টাকা মাত্র
 
মুক্তি:
     এপ্রিল 2020
 
     প্রদর্শন
  240 x 320p
 
     রিয়ার ক্যামেরা
     0,08
 
     ব্যাটারি
     Li-Ion 1900mAh

 

 Walton Olvio ML20 button mobile price in bangladesh  ১২০০ টাকার মধ্যে বাটন মোবাইল

 ওয়ালটন বাংলাদেশের একমাত্র পণ্য আগের শ্লোগানটি ছিলো ঠিক এমনই। যাইহোক বর্তমানে বাংলাদেশে ওয়ালটন এর ইলেকট্রনিক পণ্য গুলো আসলেই ভালো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই ওয়ালটনের   Walton Olvio ML20 এই মোবাইল ফোনটি। যা কিনা আপনার বাজেটের ভেতর রয়েছে। সংক্ষিপ্ত আকারে নিচে আমি কিছু বিবরণ তুলে ধরছি।
 
 
দাম: ৯৪০ টাকা মাত্র
 

ব্র্যান্ড: ওয়ালটন

     মুক্তি: 2021, এপ্রিল

     সিস্টেম: ফিচার ফোন

     প্রদর্শন: 320x240 পিক্সেল

     ক্যামেরা: ডিজিটাল ক্যামেরা

     ব্যাটারি: 1800mAh লি-আয়ন
 
 

 Walton Olvio L53  ১২০০ টাকার মধ্যে বাটন মোবাইল Button mobile price in Bangladesh

 ওয়ালটন মোবাইল ফোন বর্তমানে বাংলাদেশ জনপ্রিয়তার দিক থেকে অনেক এগিয়ে। আপনার বাজেটের ভিতর আমি  অবশ্যই  Walton Olvio L53 এই ফোনটিকে রাখবো । কেননা এই মোবাইল ফোনটি আপনি পাচ্ছেন মাত্র ৮০০ টাকায় । এই ফোনের সংক্ষিপ্ত কিছু বিবরণ আমি নিচে দিয়ে দিচ্ছি ।
 
 দাম: ৮০০ টাকা মাত্র

মুক্তি: 2021, এপ্রিল

প্রদর্শন: 128x160 পিক্সেল

ক্যামেরা: ডিজিটাল ক্যামেরা

ব্যাটারি: 1800mAh Li-io

সিস্টেম: ফিচার ফোন

 

 Nokia 150 Button mobile price in Bangladesh

নোকিয়া মোবাইল ফোনকে একসময় জনপ্রিয়তার শীর্ষে পাওয়া যেত । হয়তো কালের স্রোতে তারা একটু পিছিয়ে পড়েছে । তবে বিশ্বস্ততার জায়গা থেকে  আমি অবশ্যই  এখনো মনে করি  তারা সবার উপরে রয়েছে ।  Nokia 150 এই মোবাইল ফোনটি আপনি যদি কিনতে চান তাহলে আপনাকে দিতে হবে ২,৯৯৯ টাকা মাত্র ।  নীচে আমি এই মোবাইল সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বিবরণ তুলে ধরছি।

মুক্তি:
29 মে 2020

প্রদর্শন
240x320 পি

র্যাম
4MB

স্টোরেজ
4MB

ব্যাটারি
Li-Ion 1020mAh


Nokia 110 Button mobile price in Bangladesh

নোকিয়ার এবারের আমি যেই মোবাইল ফোনটি তুলে ধরেছি সেটি হল Nokia 110 । এই মোবাইল ফোনটি আপনি কিনতে পারবেন ২,২০০ টাকায় মাত্র।  আশা করি অন্যান্য বাটন মোবাইলের তুলনায় আপনার এই ফোনটি ভালো সার্ভিস দেবে। কেননা নোকিয়ার বিশ্বস্ততা নিয়ে নতুন করে বলার কিছু নেই।  নিচে এই মোবাইল ফোন সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য তুলে ধরছি।

মুক্তি:
সেপ্টেম্বর 2019

প্রদর্শন
  120 x 160P

স্টোরেজ
4 এমবি

ব্যাটারি
লি-আয়ন 800 mah

Lava A9 Button mobile price in Bangladesh

 লাভা সিরিজের  Lava A9 এই মোবাইল ফোনটি। আপনার বাটন মোবাইল ফোনের ভেতরে অন্যতম একটি ফোন। আপনি এই মোবাইল ফোনটি নিতে পারেন যদি আপনার বাজেট ২,২০০ টাকার ভেতর হয়ে থাকে। নিচে এই মোবাইল ফোনটি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বিবরণ তুলে ধরছি।
 
 
দাম: ২,২০০ টাকা মাত্র


    
ব্র্যান্ড: লাভা
     মুক্তি: 2020, সেপ্টেম্বর
     প্রদর্শন: 240 x 320 পিক্সেল
     ক্যামেরা: 1.3MP
     ব্যাটারি: 1700mAh লি-আয়ন


Lava A5 Button mobile price in Bangladesh

 লাভা সিরিজের  Lava A5 এই মোবাইল ফোনটি। আপনার বাটন মোবাইল ফোনের ভেতরে অন্যতম একটি ফোন। আপনি এই মোবাইল ফোনটি নিতে পারেন যদি আপনার বাজেট ১,৭০০ টাকার ভেতর হয়ে থাকে। নিচে এই মোবাইল ফোনটি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বিবরণ তুলে ধরছি।
 
 দাম: ১,৭০০ টাকা মাত্র
 
 ব্র্যান্ড: লাভা
     মুক্তি: 2020, সেপ্টেম্বর
     প্রদর্শন: 240x320 পিক্সেল
     ক্যামেরা: 0.3MP
     ব্যাটারি: 1000mAh লি-আয়ন

 Samsung Guru Music 2 Button mobile price in Bangladesh

 স্যামসাং মোবাইল ফোনের প্রতি সবারই আলাদা একটা বিশ্বস্ততা রয়েছে । আপনার বাজেট যদি ২,১০০ টাকার ভেতর হয় তাহলে অবশ্যই এই ফোনটি নিতে পারেন। 
 
দাম: ২,১০০ টাকা মাত্র 
 
   ব্র্যান্ড: স্যামসাং
     মুক্তি: জুন 2014
     প্রদর্শন: 128 x 160 পিক্সেল
 
     RAM: 4MB
     ব্যাটারি: 800mAh

 Samsung E1200 Pusha Button mobile price in Bangladesh

 আপনি যদি ১,২০০ টাকার ভেতর স্যামসাং বাটন মোবাইল কিনতে চান তাহলে অবশ্যই এই ফোনটি নিতে পারেন। স্যামসাং মোবাইল ফোনের ব্যাটারি ব্যাকআপ ক্ষমতা বলা চলে সর্বসময়ের জন্যই ভালো অন্যান্য  ফোনের তুলনায়।
 
দাম: ১,২০০ টাকা মাত্র 

Display:128 x 128
 
Battery:800mAh


১,২০০ টাকার মধ্যে বাটন মোবাইল আজকের এই পোস্টে আমি চেষ্টা করেছি আপনাদের জন্য ভালো কয়েকটি মোবাইল তুলে ধরার জন্য । আপনার যদি এই মোবাইলফোন ভালো লাগে তাহলে  আপনি নিতে পারেন । তবে কেনার পূর্বে অবশ্যই যাচাই-বাছাই করে নিবেন।




পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
কোন মন্তব্য নেই
এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না ।

comment url