২০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২
২০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২২. এই ফোনটি হল Samsung Galaxy F22। এই ফোনটি যদি আপনারা নিতে চান। তাহলে আপনাকে ২০,০০০ টাকা হাতে রাখতে হবে। OnePlus
আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব ২০ হাজার টাকার ফোন। ২০,০০০ টাকার মধ্যে ভাল স্মার্টফোন পাওয়া যায় এমন কয়েকটা ফোন নিয়ে কথা বলব। আপনারা যদি আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়েন। তাহলে আশা করা যায় আপনাদের একটু হলেও উপকার হবে। আশা করি, আপনারা আমার পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন।
আরো পড়ুন - ১২০০ টাকার মধ্যে বাটন মোবাইল
আরো পড়ুন- ৭০০০ টাকার মধ্যে ভালো মোবাইল বাংলাদেশ ২০২২
13 হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২২ বাংলাদেশ
Samsung Galaxy F22 ২০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
এখন আমি আপনাদের সাথে যে ফোনটি নিয়ে কথা বলব। এই ফোনটি হল Samsung Galaxy F22। এই ফোনটি যদি আপনারা নিতে চান। তাহলে আপনাকে ২০,০০০ টাকা হাতে রাখতে হবে। তাহলে, আপনারা ফোনটি কিনতে পারবেন। আপনাদের সুবিধার জন্য ফোনটার তথ্য নিচে তুলে ধরছি।
দাম: ১৯,৯৯৯
মডেল: Samsung Galaxy F22
র্যাম: 6 জিবি
রম: 128 জিবি
ব্যাটারি: 6,000 mAh
কোয়াড-কোর প্রসেসর: 2.0 GHz
ডিসপ্লে: 6.4 ইঞ্চি
ক্যামেরা: 48+8+2+2 এমপি (পিছন) + 13 এমপি (ফর্ন্ট)
OnePlus Nord N100 ২০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
আপনাদের সাথে এখন আরেকটি ফোন শেয়ার করব। এটি আপনারা ১৯,৯৯০ টাকা দিয়ে কিনতে পারবেন। এটি হলো OnePlus Nord N100। এখন নিচে এই ফোনটির কিছু তথ্য উপস্থাপন করেছি।
দাম: ১৯,৯৯০
মডেল: OnePlus Nord N100
কোয়াড-কোর প্রসেসর: 1.8 GHz
ক্যামেরা: 13+2+2 এমপি (পিছন) + 8 এমপি (ফর্ন্ট)
ব্যাটারি: 5,000 mAh
র্যাম: 4 জিবি
রম: 64 জিবি
ডিসপ্লে: 6.52 ইঞ্চি
Realme Narzo 30 20 হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
আপনাদের সাথে এখন যে ফোনটি শেয়ার করবো। এই ফোনটি আপনারা ২০,০০০ টাকার মধ্যে নিতে পারবেন। এটি হল Realme Narzo 30। এই ফোনটির মূল্য১৯,৯৯০ টাকা। আপনাদের সুবিধার্থে ফোনটির তথ্য নিচে তুলে ধরছি।
দাম: ১৯,৯৯০
মডেল: Realme Narzo 30
ডিসপ্লে: 6.5 ইঞ্চি
ক্যামেরা: (পিছনে) 48+2+2 এমপি + 16 এমপি (ফর্ন্ট)
কোয়াড-কোর প্রসেসর: 2.05 GHz
ব্যাটারি: 5,000 mAh
র্যাম: 6 জিবি
রম: 128 জিবি
Walton Primo S7 Pro 20 হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
আপনাদের সাথে এখন আমি আরও একটি ফোন নিয়ে কথা বলব।এই ফোনটি হল Walton Primo S7 ProG এই ফোনটিও আপনারা ২০,০০০ টাকার মধ্যে নিতে পারবেন।এই ফোনটির মূল্য হচ্ছে ১৯,৯৯০ টাকা। আপনাদের সুবিধার্থে ফোনটির কিছু তথ্য নিচে তুলে ধরছি।
দাম: ১৯,৯৯০
মডেল: Walton Primo S7 Pro
রম: 128 জিবি
ডিসপ্লে: 6.3 ইঞ্চি
কোয়াড-কোর প্রসেসর: 2.1 GHz
র্যাম: 6 জিবি
ক্যামেরা: 48+8+2 এমপি (পিছনে) + 16 এমপি (ফর্ন্ট)
ব্যাটারি: 3,950 mAh
Xiaomi Redmi 10 ২০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
এখন আপনাদের সাথে যে ফোনটি শেয়ার করব। এই ফোনটি আপনারা তিনটি ভার্সনে নিতে পারবেন। এই ফোন টি হল Xiaomi Redmi 10। একটি মূল্য হচ্ছে ১৮,৯৯৯ টাকা, আরেকটি ১৯,৯৯৯ টাকা, আরেকটি ২০,৯৯৯ টাকা। আপনাদের সুবিধার্থে এখন এই ফোনটির কিছু তথ্য নিচে উপস্থাপন করছি।
দাম: ১৮,৯৯৯, ১৯,৯৯৯, ২০,৯৯৯
মডেল: Xiaomi Redmi 10
ব্যাটারি: 5,000 mAh
কোয়াড-কোর প্রসেসর: 2.0 GHz
রম: 64/128/128 জিবি
র্যাম: 4/4/6 জিবি
ডিসপ্লে: 6.5 ইঞ্চি
ক্যামেরা: (পিছনে) 50+8+2+2 Mp + (Fornt)8 Mp
Nokia G21 ২০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
আপনাদের সামনে এখন যে ফোনটা তুলে ধরবো। এই ফোনটি হলো Nokia G21 টাকা। এইটির দাম ১৯,৯৯০ টাকা। এখন আমি এই ফোনটির কিছু তথ্য তুলে ধরব।
দাম: ১৯,৯৯০
মডেল: Nokia G21
র্যাম: 3/4 জিবি
রম: 64/128 জিবি
ডিসপ্লে: 6.5 ইঞ্চি
ব্যাটারি: 5,050 mAh
কোয়াড-কোর প্রসেসর: (2x1.6 GHz Cortex-A75 এবং 6x1.6 GHz Cortex-A55)
ক্যামেরা: 50 এমপি (পিছনে) + 8 এমপি (ফর্ন্ট)
Vivo Y50t ২০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
এখন যে ফোনটি শেয়ার করবো।ফোনটি আপনারা ২০,০০০ টাকার মধ্যে নিতে পারবেন। এটি হল Vivo Y50t। এই ফোনটির মূল্য১৯,৯৯০ টাকা। আপনাদের সুবিধার্থে ফোনটির তথ্য নিচে তুলে ধরছি।
দাম: ১৯,৯৯০
মডেল: Vivo Y50t
ডিসপ্লে: 6.53 ইঞ্চি
রম: 128 জিবি
র্যাম: 8 জিবি
ক্যামেরা: 48 এমপি (পিছনে) + 8 এমপি (ফর্ন্ট)
কোয়াড-কোর প্রসেসর: (2x2.3 GHz Kryo 465 গোল্ড এবং 6x1.8 GHz Kryo 465 সিলভার)
ব্যাটারি: 4,500 mAh
Vivo Y20T 20 হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
আপনাদের সাথে এখন আরেকটি ফোন নিয়ে কথা বলব। এটি আপনারা ১৯,৯৯০ টাকা দিয়ে কিনতে পারবেন। এটি হলো Vivo Y20T। এখন নিচে এই ফোনটির কিছু তথ্য উপস্থাপন করব।
দাম: ১৯,৯৯০
মডেল: Vivo Y20T
কোয়াড-কোর প্রসেসর: (4x2.0 GHz Kryo 260 গোল্ড এবং 4x1.8 GHz Kryo 260 সিলভার)
রম: 64 জিবি
ডিসপ্লে: 6.51 ইঞ্চি
র্যাম: 6 জিবি
ক্যামেরা: (পিছনে) 13 এমপি + (ফর্ন্ট) 8 এমপি
ব্যাটারি: 5,000 mAh
Xiaomi Redmi 10 Prime ২০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
বন্ধুরা এখন আপনাদের সাথে যে ফোনটা নিয়ে কথা বলব। ফোনটি আপনারা দুটি ভার্সনে নিতে পারবেন। এ ফোনটি হল Xiaomi Redmi 10 Prime। এ ফোনটির একটি মূল্য ১৯,৪৯৯ টাকা, আরেকটি মূল্য ২১,৪৯৯ টাকা। আপনাদের সুবিধার্থে এখন আমি এই ফোনটির কিছু তথ্য নিচে তুলে ধরছি।
দাম: ১৯,৪৯০, ২১,৪৯৯
মডেল: Xiaomi Redmi 10 Prime
কোয়াড-কোর প্রসেসর: 2.0 GHz
র্যাম: 4/6 জিবি
ব্যাটারি: 6,000 mAh
রম: 64/128 জিবি
ক্যামেরা: 50+8+2+2 এমপি (পিছনে) + 8এমপি (সামনে)
ডিসপ্লে: 6.5 ইঞ্চি
Realme 9i ২০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
বন্ধুরা এখন আপনাদের সাথে যে ফোনটা নিয়ে কথা বলব। ফোনটি আপনারা দুটি ভার্সনে নিতে পারবেন। এ ফোনটি হল Realme 9i। আপনাদের সুবিধার্থে এখন আমি এই ফোনটির কিছু তথ্য নিচে তুলে ধরছি।
দাম: ১৭,৪৯০, ১৯,,৪৯০
মডেল: Realme 9i
ক্যামেরা: 50+2+2 এমপি (পিছনে) + 16 এমপি (সামনে)
ব্যাটারি: 5,000 mAh
কোয়াড-কোর প্রসেসর: 2.4 GHz
রম: 64/128 জিবি
র্যাম: 4/6 জিবি
ডিসপ্লে: 6.6 ইঞ্চি
উপরে ২০ হাজার টাকার মধ্যে কয়েকটি ভালো মোবাইল ফোন নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি এর মধ্যে আপনাদের পছন্দ হবে। যখন ফোন কিনবেন তখন ফোনের দাম যাচাই বাছাই করে নিবেন। কারন ফোনের দাম বাড়ে আবার। তাই কেনার পূর্বে অবশ্যই ফোনের দাম দেখে কিনতে হবে।
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না ।
comment url