রিয়েলমি 9i দাম কত | Realme 9i price in Bangladesh 2022 Official 6/128

রিয়েলমি 9i দাম কত হবে | Realme 9i UPDATE price in Bangladesh 2022 Official 6/128

Realme 9i  Price in Bangladesh - আজকে আমি আপনাদের সাথে যে মোবাইল নিয়ে কথা বলবো তা হলো Realme ব্র্যান্ডের মোবাইল। Realme বর্তমানে বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। আপনার সাথে এখন আমি শেয়ার করব Realme ব্র্যান্ড এর নতুন একটি মডেল। এই মডেলটি হলো Realme 9i। আপনাদের সুবিধার্থে Realme 9i  মোবাইলটির সঠিক দাম এবং বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হলো ।

রিয়েলমি 9i দাম কত | Realme 9i price in Bangladesh 2022 Official 6/128


Realme 9i  specifications

প্রথম রিলিজ - জানুয়ারী 10, 2022

Realme 9i colors: এই মোবাইলটিতে রং হবে কালো, নীল।

নেটওয়ার্ক: 2G, 3G, 4G নেটওয়ার্ক  ।

সিম:  ডুয়াল ন্যানো সিম ।  

ডিসপ্লে:

Realme 9i এই মোবাইলটিতে ডিসপ্লে ৬.৬ইঞ্চি ও রেজোলিউশন ফুল HD+ ১০৮০ x ২৪১২ পিক্সেল (৪০০ পিপিআই)।

ক্যামেরা:

Realme 9i  মোবাইলটিতে পিছনের ক্যামেরা থাকবে ট্রিপল 50+2+2 মেগাপিক্সেল ও ভিডিও রেকর্ডিং সম্পূর্ণ  এইচডি।

সেলফি ক্যামেরায় থাকবে ১৬ মেগাপিক্সেল  ও ভিডিও রেকর্ডিং সম্পূর্ণ HD (১০৮০)।

কর্মক্ষমতা: 

Realme 9i  মোবাইলটিতে প্রসেসর অক্টা কোর, 2.4 GHz পর্যন্ত ও জিপিইউ অ্যাড্রেনো 610। এই  মোবাইলটিতে চিপসেট রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G  এবং অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১১। 

স্টোরেজ:

Realme 9i  মোবাইলটিতে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম

ব্যাটারি: 

Realme 9i  মোবাইলটিতে ব্যাটারি আছে লিথিয়াম-পলিমার ৫০০০ mAh  (অ অপসারণযোগ্য) ও 33W দ্রুত চার্জিং (70 মিনিটে 100%)। 

রিয়েলমি 9i দাম কত | Realme 9i price in Bangladesh 2022 Official 6/128

বাংলাদেশে Realme 9i  মোবাইলের অফিশিয়াল দাম ২১,৯৯৯ টাকা ( ৬+১২৮) BDT।

Realme 9i  এই মোবাইলের সাথে পাচ্ছেন ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম। আপনাদের বাজেট যদি ২১,০০০ বা এর বেশি হয়ে থাকে তাহলে আপনারা এই মোবাইলটা কিনতে পারেন। আপনাদের বাজেট অনুযায়ী Realme 9i  মডেল এর মোবাইলটি ভালো হবে।

অন্য পোষ্টXiaomi Redmi Note 10 Pro এর দাম

Xiaomi Redmi note 11 price in Bangladesh

5000 টাকার মোবাইল

৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ

৭ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

৪০০০ টাকার মধ্যে ভালো মোবাইল

vivo y33s price in bangladesh

রেডমি ফোনের দাম বাংলাদেশ

Realme 9i মোবাইলটির ভালো দিক

✔ চমৎকার ডিজাইন

✔ সুরক্ষা সহ সম্পূর্ণ HD+ 90Hz ডিসপ্লে

✔ চমৎকার মানের ক্যামেরা

✔ 5000 mAh ব্যাটারি, 33W দ্রুত চার্জিং

✔ স্ন্যাপড্রাগন 680 4G চিপসেটের সাথে দুর্দান্ত পারফরম্যান্স

Realme 9i মোবাইলটির মন্দ দিক 

✘ প্লাস্টিক বডি

✘৫জি নেই

✘ কোন রেডিও নেই


উপরে Realme 9i এর পুরো তথ্য এবং সঠিক দাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা যদি Realme 9i মোবাইলটি কিনতে চান তাহলে নিতে পারবেন। তাই ফোন কেনার পূর্বে সেই ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট বা শোরুম থেকে সর্বশেষ আপডেটেড দেখে নিবেন । কারন প্রতিনিয়ত মোবাইলের দাম বাড়ে আবার কমে। 

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
কোন মন্তব্য নেই
এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না ।

comment url