ভিভো ভি ২৫ ৫জি এর বাংলাদেশে দাম কত | Vivo V25 5G BD price 8/256 GB
ভিভো ভি ২৫ ৫জি এর বাংলাদেশে দাম কত - আজকে আমি আপনাদের সাথে যে মোবাইল নিয়ে কথা বলবো তা হলো Vivo ব্র্যান্ডের মোবাইল। Vivo বর্তমানে বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। আপনার সাথে এখন আমি শেয়ার করব Vivo ব্র্যান্ড এর নতুন একটি মডেল। এই মডেলটি হলো Vivo V25 5G । আপনাদের সুবিধার্থে ভিভো ভি ২৫ ৫জি মোবাইলটির সঠিক দাম এবং বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হলো ।
ভিভো ভি ২৫ ৫জি সম্পূর্ণ স্পেসিফিকেশন
প্রথম রিলিজ - 21 সেপ্টেম্বর, 2022
রং: এই মোবাইলটিতে রং হবে এলিগ্যান্ট ব্ল্যাক, সানরাইজ গোল্ড, সার্ফিং ব্লু।
নেটওয়ার্ক: 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক ।
সিম: হাইব্রিড ডুয়াল ন্যানো সিম ।
ডিসপ্লে:
Vivo V25 5G এই মোবাইলটিতে ডিসপ্লে ৬.৪৪ ইঞ্চি ও রেজোলিউশন ফুল HD+ ১০৮০ x ২৪০৪ পিক্সেল (৪০৯ পিপিআই)।
ক্যামেরা:
ভিভো ভি ২৫ ৫জি মোবাইলটিতে পিছনের ক্যামেরা থাকবে ট্রিপল 64+8+2 মেগাপিক্সেল ও ভিডিও রেকর্ডিং সম্পূর্ণ 4K আল্ট্রা এইচডি।
সেলফি ক্যামেরায় থাকবে ৫০ মেগাপিক্সেল ও ভিডিও রেকর্ডিং সম্পূর্ণ 4K আল্ট্রা এইচডি।
কর্মক্ষমতা:
Vivo V25 5G মোবাইলটিতে প্রসেসর অক্টা কোর, 2.4 GHz পর্যন্ত ও জিপিইউ Mali-G68 MC4 । এই মোবাইলটিতে চিপসেট রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 900 এবং অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১২।
স্টোরেজ:
ভিভো ভি ২৫ ৫জি মোবাইলটিতে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম ।
ব্যাটারি:
ভিভো ভি ২৫ ৫জি মোবাইলটিতে ব্যাটারি আছে লিথিয়াম-পলিমার ৪৫০০ mAh (অ অপসারণযোগ্য) ও 44W দ্রুত চার্জিং (30 মিনিটে 61%)।
ভিভো ভি ২৫ ৫জি এর বাংলাদেশে দাম কত | Vivo V25 5G BD price 8/256 GB
বাংলাদেশে ভিভো ভি ২৫ ৫জি মোবাইলের অফিশিয়াল দাম ৪৭ ,৯৯৯ টাকা ( ৮+২৫৬) জিবি ।
ভিভো ভি ২৫ ৫জি এই মোবাইলের সাথে পাচ্ছেন ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। আপনাদের বাজেট যদি ৪৭,০০০ বা এর বেশি হয়ে থাকে তাহলে আপনারা এই মোবাইলটা কিনতে পারেন। আপনাদের বাজেট অনুযায়ী Vivo V25 5G মডেল এর মোবাইলটি ভালো হবে।
আরো দেখুন - Oppo A15s বাংলাদেশে দাম কত
স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২২
Xiaomi Redmi Note 10 Pro এর দাম
৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ
৭ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
ভিভো ভি ২৫ ৫জি মোবাইলটির ভালো দিক
✔ রঙ পরিবর্তনের ব্যাক প্যানেল সহ স্টাইলিশ ডিজাইন
✔ অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
✔ 5G সমর্থিত, Android 12
✔ ফুল HD+ 90Hz HDR10+ AMOLED ডিসপ্লে
✔ উন্নত মানের সামনে এবং পিছনে ক্যামেরা
✔ MediaTek Dimensity 900 চিপসেটের সাথে চমৎকার পারফরম্যান্স
✔ 4500 mAh ব্যাটারি, 44W দ্রুত চার্জিং
ভিভো ভি ২৫ ৫জি মোবাইলটির মন্দ দিক
✘ কোন প্রদর্শন সুরক্ষা নেই
✘ কোন 3.5 মিমি জ্যাক
উপরে ভিভো ভি ২৫ ৫জি এর পুরো তথ্য এবং সঠিক দাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা যদি ভিভো ভি ২৫ ৫জি মোবাইলটি কিনতে চান তাহলে নিতে পারবেন। তাই ফোন কেনার পূর্বে সেই ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট বা শোরুম থেকে সর্বশেষ আপডেটেড দেখে নিবেন । কারন প্রতিনিয়ত মোবাইলের দাম বাড়ে আবার কমে।
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না ।
comment url