ইনফিনিক্স হট ১২ দাম কত বাংলাদেশে | Infinix Hot 12 Price in Bangladesh 6/128 GB 2023
Infinix Hot 12 এর বাংলাদেশে দাম কত - আজকে আমি আপনাদের সাথে যে মোবাইল নিয়ে কথা বলবো তা হলো Infinix ব্র্যান্ডের মোবাইল। Infinix Hot 12 বর্তমানে বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। আপনার সাথে এখন আমি শেয়ার করব Infinix ব্র্যান্ড এর নতুন একটি মডেল। এই মডেলটি হলো Infinix Hot 12। আপনাদের সুবিধার্থে Infinix Hot 12 মোবাইলটির সঠিক দাম এবং বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হলো ।
অন্য পোষ্ট - রেডমি নোট 12 বাংলাদেশ প্রাইস 2022
৭ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
Infinix Hot 12 সম্পূর্ণ স্পেসিফিকেশন
প্রথম রিলিজ - এপ্রিল 26, 2022
রং: এই মোবাইলটিতে রং হবে রেসিং ব্ল্যাক, লিজেন্ড হোয়াইট, অরিজিন ব্লু, লাকি গ্রিন।
নেটওয়ার্ক: 2G, 3G, 4G নেটওয়ার্ক ।
সিম: ডুয়াল ন্যানো সিম ।
ডিসপ্লে:
Infinix Hot 12 এই মোবাইলটিতে ডিসপ্লে ৬.৮২ ইঞ্চি ও রেজোলিউশন ফুল HD+ ৭২০ x ১৬১২ পিক্সেল (২৫৯ ppi)।
ক্যামেরা:
Infinix Hot 12 মোবাইলটিতে পিছনের ক্যামেরা থাকবে ট্রিপল 13+2+0.3 মেগাপিক্সেল ও ভিডিও রেকর্ডিং এইচডি (2160p), গাইরো আইসিই।
সেলফি ক্যামেরায় থাকবে ৮ মেগাপিক্সেল ও ভিডিও রেকর্ডিং এইচডি (2160p)।
কর্মক্ষমতা:
Infinix Hot 12 মোবাইলটিতে প্রসেসর অক্টা-কোর, 2.0 GHz পর্যন্ত ও জিপিইউ Mali-G52 MC2। এই মোবাইলটিতে চিপসেট রয়েছে মিডিয়াটেক হেলিও জি 85 এবং অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১২।
স্টোরেজ:
Infinix Hot 12 মোবাইলটিতে ৪/৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রম ।
ব্যাটারি:
Infinix Hot 12 মোবাইলটিতে ব্যাটারি আছে লিথিয়াম-পলিমার 5000 mAh (অ অপসারণযোগ্য) ও 18W দ্রুত চার্জিং।
ইনফিনিক্স হট ১২ দাম কত বাংলাদেশে | Infinix Hot 12 Price in Bangladesh 6/128 GB 2023
বাংলাদেশে Infinix Hot 12 মোবাইলের অফিশিয়াল দাম ১৬,২৯৯ BDT+ VAT টাকা ( ৪+১২৮) জিবি ও ১৬,৪৯৯ টাকা ( ৬+১২৮) ।
Infinix Hot 12 এই মোবাইলের সাথে পাচ্ছেন ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। আপনাদের বাজেট যদি ১৬,০০০ বা এর বেশি হয়ে থাকে তাহলে আপনারা এই মোবাইলটা কিনতে পারেন। আপনাদের বাজেট অনুযায়ী Infinix Hot 12 মডেল এর মোবাইলটি ভালো হবে।
Infinix Hot 12 মোবাইলটির ভালো দিক
✔ 6.82 ইঞ্চি বড় HD+ 90Hz ডিসপ্লে
✔ 6 GB RAM বিকল্প
✔ চমৎকার ডিজাইন
✔ শালীন সামনে এবং পিছনে ক্যামেরা
✔ 5000 mAh ব্যাটারি, 18W দ্রুত চার্জিং
✔ Helio G85 চিপসেটের সাথে চমৎকার পারফরম্যান্স
✔ ডুয়েল স্পিকার
Infinix Hot 12 মোবাইলটির মন্দ দিক
✘ প্লাস্টিক বডি
✘ ক্যামেরা আরও ভালো হতে পারে
উপরে Infinix Hot 12 এর পুরো তথ্য এবং সঠিক দাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা যদি Infinix Hot 12 মোবাইলটি কিনতে চান তাহলে নিতে পারবেন। তাই ফোন কেনার পূর্বে সেই ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট বা শোরুম থেকে সর্বশেষ আপডেটেড দেখে নিবেন । কারন প্রতিনিয়ত মোবাইলের দাম বাড়ে আবার কমে।
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না ।
comment url