সিম্ফোনি এটম ৩ এর দাম কত | Symphony ATOM 3 Price in Bangladesh 2023

Symphony ATOM 3 Price In Bangladesh - বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে মোবাইল নিয়ে কথা বলবো এটি হলো Symphony ব্র্যান্ডের মোবাইল। Symphony বর্তমানে বাংলাদেশে জনপ্রিয়তা লাভ করেছে। আপনার সাথে এখন আমি শেয়ার করব Symphony ব্র্যান্ড এর নতুন একটি মডেল। এই মডেলটি হলো Symphony ATOM 3। আপনাদের সুবিধার্থে Symphony ATOM 3 মোবাইলটির সঠিক দাম এবং বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হলো । 

সিম্ফোনি এটম ৩ এর দাম কত | Symphony ATOM 3 Price in Bangladesh 2023


অন্য পোষ্ট

স্যামসাং মোবাইল ফোনের দাম ২০২২

৮ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ

শাওমি রেডমি নোট ১১ বাংলাদেশে দাম

Symphony ATOM 3 সম্পূর্ণ স্পেসিফিকেশন

প্রথম রিলিজ - নভেম্বর 2022

রং: এই মোবাইলটিতে রং হবে কমনীয় নীল, লেমনেড সবুজ, সীফোম সবুজ।

নেটওয়ার্ক: 2G, 3G, 4G নেটওয়ার্ক  ।

সিম: ডুয়েল ন্যানো সিম ।  

ডিসপ্লে:

Symphony ATOM 3 এই মোবাইলটিতে ডিসপ্লে ৬.৬ ইঞ্চি ও রেজোলিউশন ফুল HD+ ৭২০ x ১৬০০ পিক্সেল ২৬৯ পিপিআই। 

ক্যামেরা:

Symphony ATOM 3 মোবাইলটিতে পিছনের ক্যামেরা থাকবে ডুয়াল ৮ মেগাপিক্সেল ও ভিডিও রেকর্ডিং সম্পূর্ণ HD (1080p)।

সেলফি ক্যামেরায় থাকবে ৫ মেগাপিক্সেল  ও ভিডিও রেকর্ডিং সম্পূর্ণ HD (1080p)।

কর্মক্ষমতা: 

Symphony ATOM 3 মোবাইলটিতে প্রসেসর অক্টা কোর, ২.০ GHz পর্যন্ত। এই  মোবাইলটিতে জিপিইউ পাওয়ারভিআর জিই৮৩০০,  ও চিপসেট রয়েছে মিডিয়াটেক হেলিও এ22 এবং অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১২। 

স্টোরেজ:

Symphony ATOM 3 মোবাইলটিতে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম

ব্যাটারি: 

Symphony ATOM 3 মোবাইলটিতে ব্যাটারি আছে লিথিয়াম-পলিমার ৫০৭০ mAh  (অ অপসারণযোগ্য) ও ফাস্ট চার্জিং ১০W ফাস্ট চার্জিং । 

সিম্ফোনি এটম ৩ এর দাম কত | Symphony ATOM 3 Price in Bangladesh 2023

বাংলাদেশে Symphony ATOM 3 মোবাইলের অফিশিয়াল দাম ৯,৯৯৯ টাকা ( ৩+৩২) জিবি

Symphony ATOM 3 এই মোবাইলের সাথে পাচ্ছেন ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম। আপনাদের বাজেট যদি ৯,০০০ এর বেশি হয়ে থাকে তাহলে আপনারা এই মোবাইলটা  কিনতে পারেন। আপনাদের বাজেট অনুযায়ী Symphony ATOM 3 মডেল এর মোবাইলটি ভালো হবে।

Symphony ATOM 3 মোবাইলটির ভালো দিক

✔ আকর্ষণীয় চেহারার ডিজাইন

✔ শালীন ক্যামেরা

✔ 3 জিবি র‍্যাম

✔ 5070 mAh বড় ব্যাটারি

✔ Android 12

Symphony ATOM 3 মোবাইলটির মন্দ দিক

✘ কোন ফুল HD ভিডিও রেকর্ডিং নেই

✘ নিম্ন কর্মক্ষমতা Helio A22 চিপসেট

উপরে Symphony ATOM 3 এর পুরো তথ্য এবং সঠিক দাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা যদি Symphony ATOM 3 মোবাইলটি কিনতে চান তাহলে নিতে পারবেন। তাই ফোন কেনার পূর্বে সেই ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট বা শোরুম থেকে সর্বশেষ আপডেটেড দেখে নিবেন । কারন প্রতিনিয়ত মোবাইলের দাম বাড়ে আবার কমে। 

পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
কোন মন্তব্য নেই
এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না ।

comment url